সারাদেশ

ফেনী ডিবির অভিযানে ভারতীয় সাবান,টি মিক্স,টুথপেষ্ট উদ্ধার ১ জন আসামী গ্রেফতার।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী জেলা ডিবি পুলিশ কর্তৃক ভারতীয় সাবান,টি মিক্স ও টুথপেষ্ট উদ্ধার ১ আসামী গ্রেফতার।চলমান ডেভিল হান্ট অভিযান চলাকালে ফেনী জেলার পুলিশ সুপার,হাবিবুর রহমান মহোদয়ের সার্বক্ষণিক নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা এর সার্বিক তত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার-ইনচার্জ,মর্ম সিংহ ত্রিপুরা এর প্রত্যক্ষ তদারকীতে ১৭ তারিখ রাত ১১ টা ৩০ মিনিট এর সময় ফেনী জেলার গোয়েন্দা শাখা (ডিবি) এর বিশেষ ২ নং টীমের সদস্য গন এসআই সাঈদ নুর,এসআই শাহাবুদ্দিন এএসআই সঞ্জয় কুমার নাথ,এএসআই সরোয়ার,কং ৭৮৯ মোশারফ,কং ৩৫৫ জাহাঙ্গীর গন ফেনী সদর থানাধীন বন্ধুয়া ব্রিজের পাশে ভূইয়া বাড়ি পাশে মহিউদ্দিন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া গেফতারকৃত আসামী১।সাইমন হোসেন (১৮) এর হেফাজত হইতে টি মিক্স প্যাকেট-৩৫টি,টুথপেষ্ট ১৩০টি ও সাবান ৬০টি মোট মূল্য মূল্য ৯১,২১০ টাকা উদ্ধার করা হয়।এই সংক্রান্ত ফেনী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং