ফেনীর মেয়ে বিচারপতি কাজী জিনাত হক সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হলেন হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক।অসচ্ছল বিচার প্রার্থীদের সরকারি খরচায় আইনি সহায়তা দেয় লিগ্যাল এইড।সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত ১৩ মার্চের এক স্মারকে বলা হয়েছে যে,প্রধান বিচারপতি ড.সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান পদে হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক মহোদয়কে মনোনয়ন প্রদান করেছেন। জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড এর কার্যক্রম শুরু হয়েছে ২০১৫ সালে।বিচারপতি কাজী জিনাত হক সুপ্রিম কোর্ট লিগালের কমিটির পঞ্চম চেয়ারম্যান।একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কাজী এবাদুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড.শরীফা খাতুনের মেয়ে বিচারপতি কাজী জিনাত হক।তাঁর গ্রামের বাড়ি ফেনী জেলার বালিগাঁওয়ে।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।পরবর্তীতে লন্ডনের সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর অধ্যয়ন সম্পন্ন করেন।তিনি দুই মেয়াদে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।২০১৯ সালের ২০ অক্টোবর রাষ্ট্রপতি তাঁকে হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ দেন।