নগরীর এয়ারআলী জামে মসজিদ এ খতমে তারাবীহ অনুষ্ঠিত

আবদুর রহিম, ডবলমুরিং ( চট্টগ্রাম মহানগর)
চট্টগ্রাম নগরীর মতিয়ারপোলস্থ ঐতিহ্যবাহী এয়ারআলী জামে মসজিদ এ গতকাল ১৬ রমজান, সোমবার দিবাগত রাত্রে কুরআনের পাখিদের সুললিত মধুর কন্ঠে তারাবীহ নামাজের মাধ্যমে ৩০ পারা কুরআন খতম অনুষ্ঠিত হয়। খতমে কুরআনের পর মিলাদ ও কিয়াম এবং মোনাজাতের মাধ্যমে দেশ- জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন এয়ারআলী জামে মসজিদ সন্মানিত খতীব ইমরান হোসাইন আল কাদেরী। মোনাজাতে অংশগ্রহণ করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মুহাম্মদ আলী সওদাগর, সিঃ সহ সভাপতি হাজী শাহজাহান বাবুল, সিঃ সহ সভাপতি হাজী ইব্রাহিম বদো, সাধারণ সম্পাদক হাজী মোহসীন আলী, সহ সাধারণ সম্পাদক হাজী নওশাদ আলী, সহ সভাপতি হাজী আবদুল মান্নান, সহ সভাপতি ঢাকা ক্যানভাস এর চট্টগ্রাম মহানগর প্রতিনিধি হাজী আবদুর রহিম, সহ সভাপতি রাশেদ মোর্শেদ, ইয়াছিন আলী মাহাবুব, মুহাম্মদ শাহীন, হাজী আলমগীর, মফজল আলী,হাজী কাজী ইমাম হোসাইন, আনোয়ার আলী, আকবর আলী, রমজান আলী মিন্টু, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ জাবেদ, আমজাদ আলী রিয়াদ, রহিম উল্লা, ফয়সাল জসীম, মুহাম্মদ শফি, মুহাম্মদ সোলাইমানসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।