সারাদেশ

মহেশপুরে স্বর্নের ৬টি বারসহ চোরাকারবারী আটক

মহেশপুর (ঝিনাইদহ) থেকে মোঃ আজাদঃ ১৮.০৩.২০২৫ইং।
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৬টি স্বর্নের বারসহ রাজ রকি(৩২)নামে এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে  মহেশপুর ৫৮ বিজিবি।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারতে পাচারের সময় ৬টি স্বর্নের বারসহ রাজ রকিকে আটক করা হয়। আটক রাজ রকি জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।
আটক কৃত স্বর্ন আদালতের মাধ্যমে সরকারের কোষশাগারে জমা দেওয়া হয়েছে বলেও জানান বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,