সারাদেশ

সিরাজগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ব্রিজের নিচ থেকে চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার

জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেড়ারদহ ব্রিজের নিচ থেকে নিখোঁজ দুই চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার করেছে রায়গঞ্জ থানার পুলিশ।বৃহস্পতিবার (২০ র্মাচ) বিকেলে উপজেলার বৈকুন্ঠপুর ভেড়াদহ ব্রিজের খালের কচুরিপানার ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন – রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) ও একই গ্রামের বদিউজ্জামান শেখের ছেলে রিয়াজ শেখ (২২)।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,