সারাদেশ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
স্বাধীনতাকামী ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতা ও গাজায় সন্ত্রাসী ইসরায়েলী ইহুদীদের বর্বর হামলার তীব্র নিন্দা এবং ভারতে ভয়াবহ মুসলিম নির্যাতন ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে তৌহিদী জনতার অংশ গ্রহনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ শুক্রবার বাদ জুম্মা পলাশবাড়ী পৌর শহরের মিতালী হোটেলের সামনে ও চৌমাথা মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ বিক্ষোভ সমাবেশে বক্তারা, অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত ১৮ মার্চ মঙ্গলবার ভোরে গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি বাহিনীর নির্বিচারে বিমান হামলা চালায়। এতে কমপক্ষে ৪০৪ জন নিহত, ৫৬২ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। এঘটনায় নতুন করে বিশ্ব মুসলিম উম্মাসহ সকল সচেতন মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধর্মীয় মুল্যবোধ ও মানবতা রক্ষায় নিজ নিজ দেশ ও অঞ্চলে প্রতিবাদ জানাচ্ছেন তৌহিদী মুসলিম জনতা। এর পাশাপাশি নিহত নির্যাতিতদের জন্য মহান আল্লাহর দরবারের দোয়া করছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,