সারাদেশ

মহেশপুরে মিমাংসার কথা বলে ডেকে নিয়ে বিএনপি কর্মিকে পিটিয়ে হত্যা

মহেশপুর (ঝিনাইদহ) থেকে মোঃ আজাদঃ ১৯.০৩.২০২৫ইং।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ার জাফর হোসেন (৫৫) কে ১৫বছর আগের একটি বিরোধ মিমংসার কথা বলে ঢাকা থেকে ডেকে এনে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী ও কাজীরবেড় ইউনিয়নের ৫নং ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান,১৫/১৬বছর পূর্বের জীবননগর পাড়ার আব্বাস মাষ্টার ও জাফর হোসেন এর পাশাপাশি জমি। সেই জমিতে আব্বাস মাষ্টারের মেহগনি বাগান ছিলো। পরে জমি মেপে এক লাইন গাছ জাফর হোসেনের  জমিতে পড়লে বিচার মিংমাসা করে জাফর হোসেন গাছ কেটে বিক্রি করে দেয়। এই বিষয়টি নিয়ে জাফর হোসেন ও আব্বাস মাষ্টারের মধ্যে বিরোধ শুরু হয়। জাফর বিএনপি কর্মি হওয়ায় সে সময় আর্থিক অনটনের কারণে ঢাকায় রিকসা চালিয়ে বসবাস করতে থাকে। ৫আগষ্টের পর শেখ হাসিনা পালিয়ে গেলে তার বিরোধ মিমাংসা করে দেবে বলে গ্রামের মাতুব্বররা আশ্বাস দেন। তিনি আশ্বাস পেয়ে ৭দিন পূর্বে ঢাকা থেকে বাড়ীতে এলে গতকাল বৃহস্পতিবার রাতে জীবননগর পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে সাইদুল ইসলাম, জবেদ আলীর ছেলে বিএনপি কর্মি জাফর হোসেন (৫৫) কে বাড়ী থেকে ডেকে বাক্কার মোড়ে চায়ের দোকানের সামনে নিয়ে এলে বিচার মজলিশের নামে আমির মাতুব্বর ও আব্বাস মাষ্টার সহ কতিপয় কয়েকজন ব্যাক্তি মিলে জাফর হোসেনকে বেধড়ক মারপিট করলে ঘটনা স্থলেই তিনি মারা যান।
মহেশপুর থানার ওসি ফয়েজ আহম্মেদ মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন,গতকাল রাতে কাজীরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ার জাফর হোসেনকে বিরোধ মিমংসার কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে বেদম মারপিট করে আহত করলে তিনি মারা যান। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,