সারাদেশ

রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত দুই জন আহত 

মোঃ সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরো চীফ, রাজশাহী
রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার তানোর-মুন্ডুমালা সড়কের দেবীপুর পাঁচপির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহী মহানগরীর শিরোইল কলোনী এলাকার রফিকুল ইসলামের ছেলে ও ইউএস বাংলা এয়ারলাইন্সের রাজশাহীর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জাহিদ আলম (৪৫) এবং নগরের শিরোইল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে পলাশ (২৬)।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই জাহিদ আলমের মৃত্যু হয়েছে। আর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পলাশের মৃত্যু হয়। এ ঘটনায় আহত তানোরের গোল্লাপাড়া এলাকার গোবিন্দর ছেলে ভূপেন (২৬) ও একই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে রিয়াজকে (৩০) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীপুরের পাঁচপির এলাকা দিয়ে মোটরসাইকেল করে তারা যাচ্ছিল। এ সময় একটি খড়বোঝাই গাড়ি ওভারটেক করার সময় বিপরীতমুখী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরও একজনের মৃত্যু হয়। আর আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।
এ বিষয়ে তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। দুজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা হবে। বিস্তারিত পরে জানানো হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং