সিরাজগঞ্জ জেলা যুব দলের সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সভাপতি ও রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবুর ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে গুরুত্বর অসুস্থতার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৭ জানুয়ারি) সন্ধায় ইবি রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ সদর থানা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা যুবদলের সিনিয়র সহ- সভাপতি জাহিদ হাসান খান সভাপতিত্বে সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম এর সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান রানা, শহর বিএনপি সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সিরাজগঞ্জ জেলা যুবদলের যুগ্ম- সাধারণ সম্পাদক মুন্না খন্দকার, সদর থানা বিএনপি প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক টি এম আনোয়ার হোসেন আন্নু, শহর বিএনপি সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম কারেন্ট, সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদসহ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুর নব্বী।