সারাদেশ

গাইবান্ধায় ফিলিস্তিনে নিরীহ মুসলিমদের উপর হামলার প্রতিবাদে ছাত্রশিবির শিবিরের বিক্ষোভ মিছিল।

মোঃ ফুয়াদ রহমান
গাইবান্ধা প্রতিনিধি:
ফিলিস্তিনে নিরীহ মুসলিমদের ওপর ঈসরায়েলের বর্বর হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ (শুক্রবার) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি জুম্মার নামাযের পর গাইবান্ধা শহরের ষ্টেশন মসজিদ থেকে শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা দাস বেকারীর মোড়ে এসে শেষ হয়।
পরে গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ রুম্মান ফেরদৌসের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, সাবেক সভাপতি মোঃ ফয়সাল কবির রানা, সাবেক সভাপতি মোঃ ওবায়দুল হক এবং গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মোঃ শাওন হাসান।
মিছিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার নেতাকর্মীরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রজনতা ব্যাপকভাবে অংশ নেন। বক্তারা ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর বর্বর হামলার নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,