ফেনীতে ৭০০ পরিবারের মাঝে সিআইপি সাখাওয়াতের ইফতার সামগ্রী বিতরণ

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীতে ৭০০ পরিবারের মাঝে সিআইপি সাখাওয়াতের ইফতার সামগ্রী বিতরণ।সিআইপি এম.শাখাওয়াত খাঁনের ব্যক্তিগত তহবিল থেকে ফেনী সদর ও দাগনভুুঞা উপজেলার ৭০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।২১ মার্চ শুক্রবার বিকালে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন এম এস খাঁন ফাউন্ডেশন এর উপদেষ্টা অধ্যাপক আবদুল হাইয়ুম খাঁন জুয়েল।এছাড়া দুটি গৃহহীন পরিবারকে নতুন ঘর,শিক্ষার্থীদের মাঝে নগদ সহায়তা,শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।প্রতি বছরের ন্যায় ফেনী সদর ও দাগনভুুঞা উপজেলার দুস্থ্য এবং অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী,নগদ সহায়তা,ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন কাতারস্থ ফেনী সমিতির সভাপতি,বিশিষ্ট সিআইপি এম সাখাওয়াত খাঁন।এছাড়া তিনি গ্রামের গৃহহীনদের ঘর নির্মাণ করে দেয়ার ঘোষনা দেন।শুক্রবার দুজনের ঘর হস্তান্তর করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এবি পার্টির ফেনী জেলা সহ সভাপতি আফলাতুন বাকি,পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম,রাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নুর নবী,বন্ধুর বন্ধনের সভাপতি তাজউদ্দিন পলাশ প্রমূখ।