সারাদেশ

উপাচার্যের সাথে রাবিপ্রবি সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

রাবিপ্রবি প্রতিনিধি : রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নবাগত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  সাংবাদিক সমিতি (রাবিপ্রবিসাস)। এসময় নবাগত উপাচার্যকে রাবিপ্রবিসাসের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

সৌজন্য সাক্ষাতকালে উপাচার্য রাবিপ্রবিসাসকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন  কর্মকাণ্ড নিয়ে দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন। এসময় তিনি বলেন,”বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের বিভিন্ন দাবির  প্রেক্ষিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের  উন্নয়ন মূলক কাজের পাশাপাশি  ভুলগুলোর বিষয়ে প্রসাশনকে অবহিত করতে  তিনি বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের আহবান জানান”।

সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ এসময় নিজেদের দায়িত্ব যথাযথ পালনের মধ্য দিয়ে রাবিপ্রবির উন্নয়নে পূর্ণ সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন রাবিপ্রবিসাসের  সভাপতি মোঃ আহসান হাবীব,  আদিত্য চৌধুরী (অর্থ-সম্পাদক), ফায়রুজ  মেহেদী (সদস্য) প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,