দেশে চুরি-ছিনতাই বৃদ্ধি, অপরাধ দমনে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশ্বস্ত করেছেন, অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে কাজ করছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য তৎপর রয়েছে।
আজ, রবিবার (২৬ জানুয়ারি), সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে তিনি বন্দিদের স্বজনদের জন্য জরুরি সেবা হটলাইন নম্বর উদ্বোধন করেন। এখন থেকে ‘০৯৬১২০২১৬৯০’ নম্বরে কল করে বন্দির অবস্থান, হাজিরা, সাক্ষাতের সময় এবং শারীরিক অবস্থার তথ্য জানা যাবে।
স্বরাষ্ট উপদেষ্টা জানান, গত ৫ আগস্ট কারাগার থেকে পালিয়ে যাওয়া ৭০০ আসামি পলাতক রয়েছে, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।তিনি আরও বলেন, শীর্ষ সন্ত্রাসীরা জামিনে থাকলেও তাদের পুনরায় গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরো জানান, জুলাই ও আগস্ট মাসে আহতদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে, যা তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।
তিনি আরো বলেন, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সকল সুযোগ-সুবিধা রয়েছে, তবে কারাগারের ধারণক্ষমতার চেয়ে বন্দির সংখ্যা অনেক বেশি।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন, এনডিসি, পিএসসি, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্ণেল মোহাম্মদ মোস্তফা কামাল, উপকারা মহাপরিদর্শক ঢাকা বিভাগ মোঃ জাহাঙ্গীর কবির, সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার ও জেলার একেএম মাসুম আলম প্রমুখ।