সারাদেশ

পঞ্চগড়ে ৫৬ চক্ষু রোগীকে অপারেশনের জন্য নেয়া হলো হাসপাতালে 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড় সরকারী স্টেডিয়ামে অসচ্ছল রোগীদের চক্ষু পরীক্ষা করার পর ৫৬ জন রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশন করার জন্য নির্বাচিত করা হয়।
দেশ বদলাই পৃথিবী বদলাই শ্লোগান নিয়ে
তারুণ্যের উৎসবের অংশ হিসেবে গত ২১ জানুয়ারি পঞ্চগড় সরকারী স্টেডিয়ামে এ চক্ষু শিবির আয়োজন করে তাদেরকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সাবেত আলী চক্ষু শিবিরের উদ্ধোধন করেছিলেন। সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের সহযোগিতায় পঞ্চগড় জেলা প্রশাসন বিনা মূল্যে চক্ষু শিবিরের আয়োজন করেছিল।
জার্মান ভিত্তিক সেচ্ছাসেবী সংস্থা আন্দেরী হিলফি বনের আর্থিক সহযোগিতায় তাদের অপারেশন হবে। জেলা প্রশাসনের সহযোগিতায় ৫৬ জন রোগীকে ২৪ জানুয়ারী বিকেলে বাস যোগে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে তাদের বিনামূল্যে চোখের অপারেশন করানো হবে। অপারেশনের পর তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে পঞ্চগড় নিয়ে আসা হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং