সারাদেশ

পিরোজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের দেওয়া হলো হেলথ কার্ড

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের দেওয়া হলো হেলথ কার্ড। বৃহস্পতিবার (২৭দুপুরে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ৮০ জনের মাঝে এ হেলথ কার্ড বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
এসময় জেলা প্রশাসক নিজস্ব তহবিল থেকে আহতদের ঈদ উপহার বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আলাউদ্দীন ভূঞা জনী, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, পিরোজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ৮০ জন আহতদের হেলথ কার্ড প্রদান করা হলো। এ কার্ড দিয়ে তারা দেশের বিভিন্ন সরকারী হাসপাতালে স্বাস্থ্য সেবা নিতে পারবেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,