সারাদেশ

প্রিন্সিপাল ইবরাহীম খাঁ’র ৪৭তম মৃত্যুবার্ষিকীতে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

খায়রুল খন্দকার টাঙ্গাইল: প্রখ্যাত সাহিত্যিক  উপমহাদেশের প্রথম মুসলিম প্রিন্সিপাল ইবরাহীম খাঁর ৪৭তম ইবরাহীম খাঁ’র ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপ আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক অসহায় দুস্থ পরিাবেরর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
২৯ মার্চ (শনিবার) সকালে টাঙ্গাইলের ভূঞাপুরে তাঁর জন্মস্থানে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালিত হয়। সারাদিন ব্যাপী গ্রুপটি ইবরহীম খাঁ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। দিবসটি উপলক্ষে তাঁর হাতে গড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান ইবরহীম খাঁ সরকারি কলেজ, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, প্রিন্সিপাল ইবরাহীম খাঁ পাঠাগার সহ এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্যিক সংগঠন পালন করেন।
কর্মসূচীর মধ্যে ছিল দোয়া মাহফিল, কোরআন তেলওয়াত, তাঁর বেদীতে পুস্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে একটি শাড়ি, গরুর গোশত, চিনি, সেমাই, আলু, তেলসহ বিতরণ করা হয়।
ইবরাহীম খাঁ ফাউন্ডেশনের সভাপতি ডা. মোসাদ্দেক হাবিব বলেন, আমার নানা প্রিন্সিপ্যাল ইবরাহীম খাঁ একজন পরোপকারী এবং নিবেদিত প্রাণ সমাজসেবী ছিলেন। তাঁরই ধারাবাহিকতায় আমরাও ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে অবদান রেখে যাওয়ার চেষ্টা করছি এবং এ ধারা অব্যাহত থাকবে।  তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
স্থানীয় ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের সভাপতি কামরান পারভেজ ইভান বলেন, আমরা প্রতি বছরের ন্যায় প্রিন্সিপাল ইবরহীর খাঁর মৃত্যুবার্ষিকীতে এবারও ইবরাহীম খাঁ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও আমাদের গ্রুপ দোয়া মাহফিল ও অসহায়দের পাশে দাঁড়িয়েছি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,