ফেনী বড় বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী জেলায় পবিত্র রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ফেনী বড় বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।এই সময় উপ-পরিচালক, স্থানীয় সরকার গোলাম মো:বাতেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:ইসমাইল হোসেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান উপস্থিত ছিলেন।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাজার মনিটরিং শেষে রাস্তায় অবৈধভাবে উল্টোপথে যানবাহন চালানো গাড়ি ও মোটরসাইকেল পার্কিং করে গণউপদ্রপ সৃষ্টি করায় অর্থদণ্ড প্রদান করা হয়।আসন্ন ঈদে গণপরিবহনে অতিরিক্ত দামে টিকিট বিক্রয় না করা যাত্রীদের হয়রানি বন্ধ করাসহ নিরাপদ যাত্রা নিশ্চিত করার বিষয়ে বাস কাউন্টারসমূহকে নির্দেশনা প্রদান করা হয়।এই সময় অতিরিক্ত দামে টিকিট বিক্রির দায়ে কয়েকটি বাস কাউন্টারকে অর্থদণ্ড প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত প্রদান করা হয় এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড যাতে না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সর্তক করা হয়।০৭ টি অভিযানে ১৭ টি মামলায় ১৭ জন ব্যক্তিকে ৩৯,৮০০(ঊনচল্লিশ হাজার আটশত)টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো:আলাউদ্দিন সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন,সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশোক বিক্রম চাকমা,সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৌভিক রায় এবং সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার।উপজেলা পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দাগনভূইয়া শাহীদুল আলম এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফেনী সদর সজীব তালুকদার।