সারাদেশ

দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পূর্নমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
নবীন, প্রবীন, ছাত্র ও যুবসহ সকল স্তরের সাবেক ও বর্তমান জনশক্তিতের নিয়ে ঈদ পূর্নমিলনী ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
৫ এপ্রিল শনিবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার পৌর সদরের বিজয় চত্বরে ঈদ পূর্ণমিলনী ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী।
দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পঞ্চগড় ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা সফিউল্লাহ সুফী, পঞ্চগড় জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আবুল বাশার বসুনিয়া, পঞ্চগড় জেলা ওলামা বিভাগের সভাপতি ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল বাসেত, বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিষ্টার মাহমুদ আল মামুন হিমু, দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান।
আলোচনা অনুষ্ঠান শেষে কুষ্টিয়ার ব্যতিক্রম শিল্পীগোষ্ঠী, ঢাকার সওগাত শিল্পীগোষ্ঠী, রংপুরের হ্যাভেন শিল্পীগোষ্ঠী, পঞ্চগড়ের ডাহুক শিল্পীগোষ্ঠী ও সীমান্ত সাহিত্য সাংস্কৃতিক একাডেমি,  দেবীগঞ্জের অফুরান নাশিদ একাডেমি ও স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সংগীত পরিবেশন করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,