ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

বরগুনা প্রতিনিধি:
০৪ এপ্রিল ২০২৫ রোজ শুক্রবার বিকেল ০৩:০০ ঘটিকায় বরগুনা সদর উপজেলার রায়ভোগ চৌমুহনী বাজারে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময়ের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব নজরুল ইসলাম মোল্লা, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ও সাবেক সভাপতি জেলা বিএনপি বরগুনা।
সভায় জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় বিভিন্ন অঞ্চল থেকে বিপুল পরিমাণ জনগণ জনাব নজরুল ইসলাম মোল্লার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন এবং তার মূল্যবান বক্তব্য শোনেন। সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্যে নজরুল ইসলাম মোল্লাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ সংসদীয় আসনের সদস্য হিসেবে পাওয়ার বাসনা ব্যক্ত করেন। সবার দাবি একটাই নজরুল ইসলাম মোল্লাকে বরগুনায় সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। জনাব নজরুল ইসলাম মোল্লা তার বক্তব্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি অবশ্যই জনগণের মতামতকে গুরুত্ব দিবেন। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আমিনুল হক।