জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদ পেলেন ফেনীর ৬ শিক্ষার্থী।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার(জবি)পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে।এতে ফেনীর ৬ জন মেধাবী শিক্ষার্থী পদ পেয়েছেন।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়েছে।কমিটিতে জায়গা পেয়েছেন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মামুন,রিয়াজুল আরেফিন রিয়াদ,আহবায়ক সদস্য আরিফুল ইসলাম, আবুল হাসনাত হৃদয়,আনন,মেজবাউদ্দিন।নজরুল ইসলাম মামুন বলেন,সর্ব প্রথম আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর নিকট,ধন্যবাদ জানাই বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। বিশেষ ধন্যবাদ জানাই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই এবং সেক্রেটারি নাছির ভাইকে।তিনি আরও বলেন,দীর্ঘদিনের শ্রম ঘাম এবং ত্যাগের মূল্যায়ন হয়েছে বলে আমি মনে করি।আমি আমার উপর অর্পিত দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবো।সেই সাথে দেশ ও দল বিরোধী যেকোন ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করবো রাজপথে থেকেই।আগামী নির্বাচনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়ের জন্য নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করবো।বাংলাদেশে আগের মতো ছাত্র রাজনীতি নেই।এখন রাজনীতি হবে নতুন ধারায়।