সারাদেশ

মুন্সীরহাট দারুল উলুম মাদ্রাসার মেশকাত জামাতের বিদায় অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
মুন্সীরহাট দারুল উলুম মাদ্রাসায় মেশকাত জামাতের বিদায় অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
দারুল উলূম মাদ্রাসা মিলনায়তনে মেশকাত জামাতের উদ্যোগে বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।মেশকাত জামাত (৮ম ব্যাচ) এর বিদায় অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম হেলাল।অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।বিদায়ী মেশকাত জামাতের ছাত্রদের পক্ষ থেকে স্মৃতিচারণ  করে বক্তব্য রাখেন মুহা.জিয়াউর রহমান ফারুকী,হাফেজ জাহিদুল ইসলাম,মুহাম্মদ ইসমাঈল দরবারপুরী ও হাফেজ মিল্লাত আহমদ।বিদায়ী শিক্ষার্থীদের আবেগঘন বক্তব্যে শিক্ষাজীবনের নানা স্মৃতি উঠে আসে।বিদায়ী ছাত্র মুহা.জিয়াউর রহমান ফারুকী মাদ্রাসার প্রয়াত মোহতামিম মুফতি রিদওয়ান হাবীব কাসেমী(রহ.)এর স্মৃতিচারণ করে বলেন,তিনি আমাদের অস্তিত্বের শিকড়।আজকের এই মহতী অনুষ্ঠানে তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।যদি তিনি আমাদের মাঝে জীবিত থাকতেন,তবে এই দৃশ্য দেখে নিশ্চয়ই আনন্দিত হতেন।আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাঁর কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগিচায় পরিণত করেন এবং আমাদের তাঁর রূহানী বরকতের অংশীদার করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম হেলাল ছাড়াও বক্তব্য রাখেন নাজেমে তালিমাত মুফতি আবদুল গনী,মাওলানা ওবায়দুল্লাহ,সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল আলিম প্রমুখ।প্রধান অতিথি মুহতামিম মাওলানা নুরুল ইসলাম হেলাল বিদায়ী ছাত্রদের মাদ্রাসার সাথে আমৃত্যু ভালোবাসা ও মোহাব্বতের সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।তিনি অশ্রুসিক্ত নয়নে মুফতি রিদওয়ান হাবীব কাসেম(রহ.)এর স্মৃতিচারণ করে বলেন,তিনি আমাদের জন্য এক মহান অনুপ্রেরণা।মাদ্রাসার সকল অর্জন তাঁর চোখের পানির বরকতেই সম্ভব হয়েছে।যদি আমরা তাঁকে স্মরণ না করি এবং তাঁর জন্য দোয়া না করি,তবে তা অকৃতজ্ঞতা হবে।
তিনি আরও মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সকল মুহতামিমের মাগফিরাত কামনা করেন।পরে তাঁর মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,