সারাদেশ

হাতিয়ায় ৩ জেলেকে ডাকাত বানানোর চেষ্টার অভিযোগ, থানায় মামলা 

মামুন রাফী, স্টাফ রিপোর্টার
রাজনৈতিক প্রতিহিংসায় ৩ জেলেকে পিটিয়ে ডাকাত বানানোর অভিযোগে থানায় মামলা হয়েছে। এতে আসামী করা হয় আওয়ামী লীগ নেতা, হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর ক্যাডার ও সাবেক ইউপি সদস্য জসীম উদ্দিন সহ ৭ জনকে। বৃহস্পতিবার ভোরে নোয়াখালী জেলার হাতিয়া থানায় মামলাটি করেন আহত জেলে মো. কাউসার।
সাবেক ইউপি সদস্য এই জসীম মেম্বার ৫ আগস্টের আগে আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে এখন দেখা যায় ৫ আগস্টের পরে সে নিজেকে বিএনপি নেতা দাবী করে সভা সমাবেশে অংশ গ্রহন করছে।
এর আগে মঙ্গলবার রাতে জাহাজমারা ইউনিয়নের কাদেরিয়া সুইচ গেইট এলাকার সরকারি ব্যারাক হাউজে তিন জেলেকে পিটিয়ে ডাকাত তকমা দিয়ে থানায় সোপর্দ করা হয়। আহত তিন জেলে হলো একই এলাকার আলী আজ্জমের ছেলে ফখরুউদ্দিন (২৮), মো: দিলুর ছেলে শাহারাজ (২৭) ও কামাল উদ্দিনের ছেলে মো. কাউসার (২৭)।
জেলেদের স্বজনরা জানান, দুইটি গ্রুপের অন্তকোন্দলের জের হিসেবে এই ঘটনাটি ঘটানো হয়েছে। ঘটনার দিন রাতে জাহাজমারা ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি হাসান মাঝি জেল থেকে ছাড়া পেয়ে বাড়ী আসলে দেখতে যান এই তিন জন। এতে ক্ষিপ্ত হয়ে হাসান মাঝির প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য জসীম উদ্দিনের লোকজন এই তিনজনকে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। প্রথমে তারা তিন জেলে নিজেদের ঘর থেকে ডেকে নিয়ে গাছের সাথে বেঁধে রাখেন। এসময় জেলেদের কাছ থেকে ডাকাত হিসাবে জোরপূর্বক নেওয়া হয় শিকারোক্তি। সাথে দেওয়া হয় অস্ত্র। ঘটনার সময় পরিবারের লোকজন বার বার বাঁচাতে এলে তাদেরকেও লাঞ্চনা করা হয়। পরে ডাকাত তকমা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর আগে পুরো ঘটনা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়।
এবিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, ডাকাত হিসেবে থানায় সোপর্দ করা ৩ জেলের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাদেরকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাত হিসেবে কোন তথ্য প্রমাণ আমরা পাইনি। থানায় অনুসন্ধান করে বিগত দিনে তাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী পর্যন্তও পাওয়া যায়নি।  তবে এ ঘটনায় আহত জেলেদের মধ্যে একজন বাদী হয়ে হাতিয়া থানায় একটি মামলা করেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,