সারাদেশ

জয়পুরহাটে ক্লাব কাপ টি-টুয়ান্টি ক্রিকেটে টুর্নামেন্ট  শুরু  

জয়পুরহাট জেলা প্রতিনিধি:
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে
ক্লাব কাপ টি-টুয়ান্টি ক্রিকেটে টুর্নামেন্ট শুরু হয়েছে।
দীর্ঘদিন পর আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জয়পুরহাট চিনিকল মাঠে এ টি-টুয়ান্টি ক্রিকেটে টুর্নামেন্টের উদ্বোধন করেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি হিসেবে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জয়পুরহাট সদর থানার ওসি নুর আলম সিদ্দিক, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আসাদুজ্জামান, ক্লাব কাপ টি-টুয়ান্টি ক্রিকেটে টুর্নামেন্টের আহ্বায়ক শামস মতিন উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন, দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোরদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে।
এবার ক্লাব কাপ টি-টুয়ান্টি ক্রিকেটে টুর্নামেন্টে ৬ টি দল অংশগ্রহণ করছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,