সারাদেশ

কালীগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচিত নেতৃবৃন্দের সংবর্ধনা দিল বিএনপি 

মো: হামিদুজ্জামান জলিল জেলা প্রতিনিধির ঝিনাইদহ
ঝিনাইদহের “কালীগঞ্জ,কোটচাঁদপুর এবং মহেশপুর” মোটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে শহরের নিমতলা বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি’র দলীয় কার্য্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহবুবার রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশের অর্থনীতি সচল ও নাগরিকদের চলাচল স্বাভাবিক রাখতে আপনারা বিশেষ ভূমিকা পালন করেন। আপনাদের জন্য সব সময় শুভ কামনা থাকবে । বক্তব্যের শেষে সড়ক দূর্ঘটনায় নিহত গাড়ি চালকদের রুহের মাগফিতার কামনা করেন তিনি । অনুষ্ঠানে কালীগঞ্জ-,কোটচাঁদপুর এবং মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দসহ উপজেলা ও পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,