সারাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে টয়লেটের ট্যাংকির ভিতর  এক বৃদ্ধার লাশ উদ্ধার 

হাবিবুর রহমান মুন্না।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বসতঘরের টয়লেটের টাংকির ভিতর থেকে সাহেদা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাহেদা আক্তার উপজেলার ঘোলপাশা ইউনিয়নের পূর্ব ধনুসাড়া গ্রামের ইমাম মাওলানা আব্দুল মমিনের স্ত্রী। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন নিহতের তথ্যটি নিশ্চিত করেন।
সার্কেল এসপি (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট) নিশাত তাবাসসুম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, সোমবার (০৩ই জানুয়ারি) উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া পূর্বপাড়ায় নিহতের বসতঘরের পাশ্ববর্তী টয়লেটের ট্যাংকিতে লাশটি পাওয়া যায়।
নিহতের স্বামী মাওলানা আব্দুল মমিন জানান, তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন। প্রতিদিনের ন্যায় ভোরে ইমামতির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। এসময় তার স্ত্রী নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বাড়িতে তারা ২জনই বসবাস করেন। নামাজ শেষ করে সকাল আনুমানিক ৭টায় বাড়িতে এসে স্ত্রীকে খোঁজ করেন। ঘরে এবং বাড়ির আশেপাশে কোথাও না দেখে ঘরের পাশ্ববর্তী টয়লেটের বাইরে পায়ের জুতা এবং তার পড়নের কাপড় দেখেন। তাৎক্ষনিক লোকজনের সহযোগিতায় ঘর থেকে শাবল নিয়ে টয়লেটের টাংকির ডাকনা তুলে স্ত্রীর বিবস্ত্র নিথর দেহ দেখতে পান। পুলিশ এসে টয়লেট থেকে লাশ উদ্ধার করে।
নিহতের ছেলে পল্লী চিকিৎসক মাছুম বিল্লাহ ওয়াহেদ জানান, আমরা পুরাতন বাড়িতে থাকি। নতুনবাড়িতে শুধুমাত্র আমার পিতা-মাতা থাকে। কি কারণে কে বা কারা আমার মাকে হত্যা করেছে তা আমার জানা নাই।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। নিহতের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ঘটনাস্থলে পি.বি.আই তদন্তস্থল কাজ করছে। ময়নাতদন্ত শেষে হত্যা নাকি অন্য কিছু তা জানা যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং