বোচাগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

লিখন বনিক শুভ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বোচাগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রাশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী, বেসরকারী, আধা-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী সহ সর্বস্তরের মানুষ।
এর আগে রাত থেকেই শহীদ মিনার চত্বরে ভাষা শহীদদের স্মরণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ গানের সুরে। পাশাপাশি মাইকে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়।
রাত ১২টা ১ মিনিটে প্রথমে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হোসেন, পুলিশ প্রশাসনের পক্ষে থানা অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলার সরকারী, বেসরকারী, আধা-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সেতাবগঞ্জ প্রেসক্লাব, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, উপজেলা জাতীয় পার্টি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও সকালেও বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, আমার বাংলাদেশ পার্টির বোচাগঞ্জ শাখার নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রসঙ্গত, ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ নাম না জানা আরও অনেকে। তাদের আত্মত্যাগের পথ ধরেই এসেছে স্বাধীনতা। ১৯৯৯ সালে ইউনেস্কোর স্বীকৃতির মধ্য দিয়ে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।