ফেনীর ছাগলনাইয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘর ভাঙচুর।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জেরকে কেন্দ্র করে বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(২৩ জানুয়ারী) সকাল ৭ টার দিকে দক্ষিণ সতর ২নং ওয়ার্ডের খান বাড়িতে।ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে,দক্ষিণ সতর গ্রামের খান বাড়ীর মৃত সুজা মিয়ার পুত্র ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহ আলম খানের সঙ্গে দীর্ঘদিন যাবত একই বাড়ীর মৃত সুলতান খানের ছেলে আহসান উল্লাহ খান ও তার ভাইদের জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে।ঘটনার দিন সকাল ৭ টায় আহসান উল্লাহ খান,এয়াকুব খান ও মোহাম্মদ উল্লাহ খান সহ বহিরাগত কিছু লোক লাঠিশোঠা ধারালো অস্ত্র নিয়ে শাহ আলম খানের ঘরে অতর্কিত হামলা চালিয়ে তার বসত ঘর ও ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে।এই সময় প্রতিপক্ষের হামলায় ৬জন আহত হন।