সারাদেশ

জেলা যুবদল নেতাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে বিএনপি’র বরগুনা জেলা যুবদলের সহ কৃষি বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন রুমান সিকদার কে প্রাণনাশের হুমকিসহ অশ্লীল ভাষায় গালাগালের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ কর্মী রুহুল আমিন (রুহুল বেকারি) এর বিরুদ্ধে। তারই প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (পহেলা ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় উপজেলার কাকচিড়া ইউনিয়নের বয়ারগুদিঘাটা বাজারে প্রায় দুই শতাধিক নারী-পুরুষসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত রুহুল আমিন পার্শ্ববর্তী রায়হানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভাই ভাই বেকারির মালিক, তিনি কাকচিড়া বাজারের মো: শামসুল হক দালাল এর বড় ছেলে।
মানববন্ধনে ভুক্তভোগী সাব্বির হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপি দল করার কারনে আমরা নির্যাতিত ছিলাম, যারা আওয়ামী লীগের আমলে তাদের সাথে থেকে ফায়দা নিয়েছে তাদের মধ্যে রুহুল বেকারি একজন, ৫ তারিখের আন্দোলনের পরে আমরা দেখতে পাই যে, বিএনপি নেতাদের হাত ধরে ইউনিয়নের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে, আমি বিএনপির একজন ত্যাগি কর্মী হিসেবে এহেন কর্মকাণ্ডের বিরোধিতা করলে, গত ২৫ জানুয়ারী আমার মোবাইল ফোনে কল করে সন্ত্রাসী রূপে রুহুল বেকারি আমাকে বার বার প্রাণনাশের হুমকি দেয় এবং মা’কে নিয়ে বার বার অশ্লীল ভাষায় গালাগাল করে, ৪ মিনিট ৯ সেকেন্ডের একটি কল রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে। তিনি আরও বলেন বর্তমানে আমি ও আমার ভাতিজা তমাল সিকদার প্রাণ হারানোর ভয়ে আছি, মোটা অংকের টাকার বিনিময়ে স্থানীয় বিএনপি নেতাদের ছত্রছায়ায় থেকে রুহুল বেকারি আমাদের উপরে যে কোন সময়ে হামলা করতে পারে, কারন তার সাথে স্থানীয় সুযোগবাদী বড় বড় নেতাদের গভীর সম্পর্ক রয়েছে, তারা এই রুহুল বেকারির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে চাঁদা উঠিয়ে পকেট ভর্তি করে, এসব কাজে বাঁধা দেয়াই আমার জন্য কাল হয়ে দাড়িয়েছে, এছাড়াও রুহুল বেকারির নামে বিভিন্ন জায়গায় নারী দিয়ে ব্যাবসার অভিযোগ রয়েছে, এমনকি তার আপন ভাইসহ পরিবারের সাথে গাদ্দারি করে জমি ও অর্থ লোপাটের অভিযোগও রয়েছে। আমি বিএনপির কর্ণধার জনাব তারেক রহমান ও পাথরঘাটার সন্তান সাবেক এমপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মণি সহ দেশবাসীর কাছে বিচারের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে উপস্থিত বিএনপি কর্মী আনোয়ার হোসেন, লিটন, ফরুকসহ বেশ কয়েকজনে বলেন, সাব্বির হোসেন আমাদের এলাকার সন্তান সে দলের দুর্দিনের কর্মী কিন্তু রুহুল বেকারি সে সবসময় আওয়ামী লীগের সাথে থাকতো, বর্তমানে দেখছি এলাকার বড় বড় নেতাদের সাথে যোগসাজশ করে নব্য বিএনপি হওয়ার চেষ্টা করছে, একজন আওয়ামী লীগের কর্মী হয়ে বিএনপির ত্যাগি নেতার সাথে এমন আচারণের বিচারের জন্যই আমরা আজকে এ মানববন্ধনে দাড়িয়েছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন অভিযোগ ও কল রেকর্ড অস্বীকার করে বলেন, আমি কোন ধরনের হুমকি ও গালাগাল করিনি, সবকিছু আমার নামে পাতানো অভিযোগ।
জানতে চাইলে পাথরঘাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন রানা বলেন, ঘটনার বিষয়ে যদিও আমি অবগত নই তবে যুবদল কর্মী সাব্বির হোসেন রুমান সিকদারের মানববন্ধন অনলাইনে দেখেছি, দলের দুর্দিনে ত্যাগি কর্মীদের মধ্যে সাব্বির হোসেন অন্যতম, সে সবসময়ই আমাদের সাথে প্রোগ্রামে উপস্থিত থাকতো, তার সাথে এমন কর্মকাণ্ড নিন্দনীয়, একজন ত্যাগি কর্মীর সাথে এমনকিছু করে কেউ ছাড় পাবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং