রায়পুরে সিঁদ কেটে ঘরে ঢুকে প্রায় দশ লক্ষ টাকা চুরি

মাহমুদ সানি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর রায়পুর উপজেলার গভীর রাতে ঘরের সিদ কেটে চুরি করার অভিযোগ পাওয়া গেছে। এতে ভুক্তভোগী পরিবারের দাবি পরিকল্পিত ভাবে কেউ এমন কাজ করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ২৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে ১নং ইউনিয়নের ঝাউড্গী গ্রামের বাসিন্দা মোঃ শামসুল ইসলাম চৌকিদার ঘরে। সরেজমিনে ভুক্তভোগী পরিবার জানান, আমরা প্রতিদিনের ন্যায় সবাই রাতের খাবার খেয়ে যার যার খাটে গিয়ে ঘুমিয়ে পড়ি । তবে আমাদের ধারণা রাত আনুমানিক ৪ টার আগে বা পরে আমাদের ঘরের পূর্ব পাশের ঘরের পিরা কেটে খাটের নিচ দিয়ে উঠে তারপর চুরি ঘটনা ঘটিয়েছে। আমাদের ঘর থেকে নগদ ৬ লক্ষ টাকা,১টা মোবাইল সেট, ১টি ব্রেজলাইট, কানের দুল,ও স্বর্নের আংটিসহ মোট প্রায় ১০ লক্ষ টাকা নিয়ে গেছে। ভোর ৪টার পরে একটু আলাপের মতো পেয়ে উঠে গিয়ে দেখি সিদ কাটা এবং সে স্থানে সিদ কাটার একটা দা পাওয়া গেছে। তাই আমরা থানায় জিডি করেছি। বাড়ির লোকজন সহ স্থানীয়রা জানান, একই জায়গা দিয়ে সিদ কেটে চুরি করা হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত ভাবে কেউ এমন কাজ করছে। ভুক্তভোগী পরিবারের সাথে আমরাও এর তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই। এবিষয়ে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, এব্যাপারে তদন্তের মাধ্যমে দোষিকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।