সারাদেশ

অপরাধ নির্মূলে কেরানীগঞ্জে পুলিশের অভিযান গ্রেফতার ৬

কেরানীগঞ্জ প্রতিনিধি: ডাকাতি, চুরি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেরানীগঞ্জ মডেল  থানার জিনজিরা, রোহিতপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে  পুলিশ।  রবিবার (৯ মার্চ)  দিবাগত রাতে মডেল থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রাব্বি (২৫), রনি (৩৪), মোঃ জাহাঙ্গীর (৩৪), রাব্বি (২৫), শুভ (২৪) ও রোমান (৩০)। এসময় তাদের কাছ থেকে তিনটি দা, তিনটি ছুরি ও কাঠের রোল উদ্ধার করা হয়।

গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাব আল হোসাইন।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গ্রেফতারকৃতরা প্রত্যেকেই দীর্ঘদিন যাবত রাতের রাস্তায় ছিনতাই ও ডাকাতির সাথে জড়িত ছিলো।  বিগত মাসে ও চলতি মাসের শুরুতে তারা জিনজিরা কসাইভিটাসহ বিভিন্ন স্থানে পথচারী ও যাত্রীদের ধারালো অস্রের মুখে জিম্মি করে অর্থ-সম্পদ হাতিয়ে নেয়।  এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করলে সে মামলার সূত্রে তাদের গ্রেফতার করা হয়।

 

জিনজিরার বাসিন্দা রাসেল আহমেদ বলেন, কসাইভিটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা। জিনজিরা বাজার ও চক বাজারের ব্যবসায়ীরা এই রাস্তা দিয়ে চলাচল করে। গত কয়কদিন যাবত হঠাত করেই এই রাস্তায় রাতের বেলা ছিনতাই হওয়াটা বেড়ে গেছে। তাদের আটকের ফলে আশা করি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, কেরানীগঞ্জের সর্বস্তরের নাগরিকগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও চুরি ছিনতাই, ডাকাতির মতো অপরাধ নির্মূলে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে। বিগত কয়েকদিনে জিনজিরা এলাকায় কয়েকটা ছিনতাইয়ের ঘটনা জানতে পেরে অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ অভিযান। এটি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,