সারাদেশ

মানিকগঞ্জে বজ্রপাতে জমজ সহোদর ১ভাইয়ের মৃত্যু ১ ভাই গুরুতর  আহত

আসাদ মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী আয়নাপুর গ্রামের সাহাজ উদ্দিনের জমজ দুই সন্তান জাহিদ হোসেন (২৪) ও জাকির হোসেন (২৪) সরিষা তুলতে গেলে  বজ্রপাতে জাহিদ হোসেন মৃত্যু বরণ করে।  জাকির হোসেন গুরুতর আহত হয়।
শনিবার (২২-২-২৫) বসন্তের প্রথম বজ্রপাতে বিকাল ৫.০০ ঘটিকায়  তিল্লী আয়নাপুর গ্রামের সাহাজ উদ্দিনের জমজ দুই সন্তান জাহিদ হোসেন ও জাকির হোসেন বাড়ির উত্তর পাশে সরিষা ক্ষেতে সরিষা তুলতে যায়। এসময় বজ্রপাতে তৎক্ষণাৎ ১ মিনিটের বড় জাহিদ হোসেন মৃত্যু বরণ করে। ছোট ভাই জাকির কে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।   এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে আকাশ কালো করে মেঘ আসার পুর্ব মুহুর্তে তড়িঘড়ি করে কাঁটা সরিষা আনতে যায় দুই ভাই। ঝড়ো হাওয়ায় সরিষার আটি বাঁধতে দেরী হয়। এমন সময় হঠাৎ একটি বজ্রপাত সরাসরি ১ মিনিটের বড় ভাই জাহিদের গায়ে পড়লে তৎক্ষণাৎ জমিতেই জাহিদের মৃত্যু হয়। জাকির ছিটকে উত্তর পাশে পড়ে যায়। এলাকাবাসী গুরুতর অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জের সদর মেডিক্যাল কলেজে ভর্তি করে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুল ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,