সারাদেশ

চিরিরবন্দরে মেহের হোসেন স্কুলে আন্তঃ হাউস বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন-২০২৫

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর চিরিরবন্দর উপজেলার মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে তিন দিন ব্যাপি আন্তঃ হাউস বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার ২০২৫ উদ্বোধন হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১ টায় মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে মাঠে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বেলুন ও পায়রা উড়িয়ে আন্তঃ হাউস বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
এসময় আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ময়েন উদ্দিন শাহ্ এর সভাপতিত্বে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওদুদ, উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহি, মোহের হোসেন স্কুলের পরিচালক মোস্তাফা কামাল ও নুর আমিন শাহ্ প্রমূখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,