টমটম চুরিকে কেন্দ্র করে কক্সবাজারে চালককে পিটিয়ে হত্যা

নুরুল ইসলাম জেলা প্রতিনিধি কক্সবাজার
মাঝের ঘাটে টমটম গ্যারেজে টমটম চুরি হওয়া নিয়ে গতকাল রাতে কক্সবাজারের খুরুশকুল ফকির পাড়ার মৃত আমানুল হকের পুত্র বর্তমান উত্তর ডিককূলের বাসিন্দা টমটম চালক আবুল কালাম ৩৬ কে পিটিয়ে হত্যা করে কুলিয়া পাড়াস্থ কাসেম মাস্টারের টেক আল্লাওয়ালা হ্যচারির পশ্চিমে রাস্তার পাশে রুহুল্লা খালে কম্বল মুড়িয়ে রেখে চলে যায়। সকালে রাস্তার পাশে লাশ দেখে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ৯ নং ওয়ার্ডের মেম্বার ইসমাইল সোহেল ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয়ে প্রশাসনকে অবহিত করেন। পরে পুলিশ এসে স্বজনের মাধ্যমে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মডেল থানা থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরিবারের অভিযোগ মাঝেরঘাট এক গ্যারেজে তার টমটম রাখত সেখানে একটা টমটম চুরি হওয়াকে কেন্দ্র করে গ্যারেজের মালিক ছুরুত আলম, নিহত আবুক কালামকে ধরে নেওয়ার জন্য লোক পাঠিয়েছিল বাড়িতে।
পরিবারের লোকজন রাতে অনেক খোঁজাখোঁজি করার পরও পাই নাই। সকালে পথচারী লোকজন তার লাশ দেখতে পায়।
পরিবারের অভিযোগ গ্যারেজের মালিক ছুরুত আলম তাকে হত্যা করে এখানে লাশ ফেলে গেলে।
আবুল কালাম হত্যার বিচার চাই।
প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অভিযুক্ত ছুরুত আলমকে গ্রেফতার করে জিজ্ঞেস করলে আসল রহস্য বেরিয়ে আসবে।
নিহত আমানুল হকের ভাই মোস্তাক জানান, গত পরশু বাসায় রাস্তার মাথা থেকে একজন টমটম মালিক আর একজন গাড়ির মালিক বাসায়া এসে তাকে খুঁজে। না পেয়ে থাকে পেলে হত্যার হুমকি দিয়ে যায়। পর দিন তাকে মেরে এভাবে রাস্তার পাশে খালে ফেলে দেই। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন।