ফেনীর সোনাগাজীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১,আহত-৩ জন।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজী মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষীপুর পুরাতন রাস্তার মোড়ে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে নিজাম উদ্দিন নামে একজন নিহত সহ তিনজন গুরুতর আহত হয়েছেন।আজ ২ ফেব্রুয়ারী রবিবার সকাল সাড়ে ৭ টায় সিএনজি ও কাভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই সড়ক দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদরশী ও পুলিশ জানায়,রবিবার সকাল সাড়ে ৭টার দিকে লক্ষীপুর পুরাতন রাস্তার মোড়ে কাভারভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সা যাত্রী নিজাম উদ্দিন নিহত হয়েছেন।এই সময় সিএনজিতে থাকা অপর তিনজন গুরুতর আহত হন।আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

