চুলকাটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পিকনিকে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারস্থ শিশুকানন আদর্শ কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা পিকনিকে গিয়ে পিকনিক স্পটে-ই সকলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এই ঘটনায় উদ্বিগ্ন অভিভাবক মহল।
শনিবার (১লা ফেব্রুয়ারি) চুলকাটি বাজারস্থ শিশুকানন আদর্শ কিন্ডার গার্টেন থেকে প্রায় ১২০ থেকে ১৩০ জন শিশু শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক’সহ দুইটি বাস যোগে ঝিনাইদাহ জোহানবার্গ ভ্যালী পার্কে বাৎসরিক শিক্ষা সফরে যায়।
তাদের দুপুরের খাওয়ার জন্য খুলনা জিরো পয়েন্ট থেকে বিরিয়ানি নেওয়া হয়েছিল। সেই বিরিয়ানি খাওয়ার কিছুক্ষণ পর পিকনিকের অধিকাংশরাই অসুস্থ হয়ে পড়েন। তাদের অবস্থার অবনতি হলে সকলকে ঝিনাইদহের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন। কয়েকজন অভিভাবকদের সাথে কথা হয়েছে তাদেরকে খুবই উদ্বিগ্ন ও হতাশাগ্রস্ত মনে হয়েছে।
জানা গেছে, যারা যারা পিকনিকে গিয়েছে তারা প্রত্যেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। কারও স্যালাইন চলছে, কারও স্যালাইন শেষ হয়েছে, কেউ বা রয়েছে বিছানায় শুয়ে। বিদ্যালয় কর্ত্তৃপক্ষ এবং বাস ড়্রাইভার অসুস্থ অবস্থায় রয়েছে। শুধুমাত্র একটি পরিনারের ৪ জন খাবার খাওয়ার পর সুস্থ আছেন।
চুলকাটি বাজারের রড ব্যবসায়ী তরফদার শফিকুল ইসলাম টুটুল পিকনিকে গিয়েছিল এবং তিনি সুস্থ আছেন। তার সাথে মোবাইলে কথা বলে জানা গেছে, পিকনিকের প্রায় ৯০% লোক-ই অসুস্থ হয়ে পড়েছে। অনেকেই হাসপাতালে ভর্তি। পার্ক কর্ত্তৃপক্ষ অসুস্থদের চিকিৎসার ক্ষেত্রে আন্তরিকভাবে সহযোগিতা করছে। প্রায় প্রত্যেকেই এখন কিছুটা হলেও আশঙ্কা মুক্ত রয়েছে। ধারণা করা হচ্ছে খাবার খেয়েই সবাই অসুস্থ হয়ে পড়ছে। ড্রাইভারও অসুস্থ রয়েছে। ড্রাইভার সুস্থ হলে সকলকে নিয়ে ফিরে আসা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।