সারাদেশ

এবার প্রকাশ্যে এলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি

মুনতাসির রাহী, ববি প্রতিনিধি
এবার প্রকাশ্যে এলেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ টাইমলাইনে এক স্ট্যাটাস দিয়ে প্রকাশ্যে আসেন তিনি। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাস রাজনীতিতে প্রকাশ্যে এসেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি।
জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম । তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।
ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যেগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে মঙ্গলবার থেকে দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসবকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে এক পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আসেন তিনি। তবে এখনো সেক্রেটারির পরিচয় জানা যায়নি। পূর্ণাঙ্গ কমিটি খুব শীগ্রই প্রকাশের আশ্বাস দেন ববি শিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম।
তিনি তার ফেইসবুক স্টাটাসে লিখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে একটি শিক্ষা-বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে ছাত্রশিবির কার্যক্রম পরিচালনা করছে। ছাত্রশিবির সহাবস্থানের ভিত্তিতে ইতিবাচক ছাত্র রাজনীতিতে বিশ্বাস করে এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং