সারাদেশ

ফেনীর সোনাগাজীতে র‌্যাবের গুলিতে নিহত মাসুদের পরিবারকে বাড়ি দিচ্ছেন তারেক রহমান।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
২০১৬ সালের ২৫জুন রাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা শহীদ মোহাম্মদ মাসুদের পরিবার নতুন বাড়ি উপহার পাচ্ছেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এ উপহার দিচ্ছেন।বুধবার (৫ ফেব্রুয়ারি)সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারের জন্য নব-নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করবেন।এই চাবি হস্তান্তর করবেন আমরা বিএনপি পরিবার এর একটি প্রতিনিধি দল।অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এছাড়া আরও উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু,আব্দুল আউয়াল মিন্টু,সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী,যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর  দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজন,কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা সদস্য সচিব ও অন্যান্য সদস্যবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।এছাড়া ফেনী,নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হবে।এই সময় চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।অনুষ্ঠান সফল করতে বিভাগীয়,জেলা ও উপজেলা নেতৃবৃন্দ দফায় দফায় সভাস্থল পরিদর্শন করেছেন।মঞ্চ তৈরির কাজও শেষ পর্যায়ে।তোরণে তোরণে চেয়ে গেছে সোনাগাজী উপজেলা।ব্যাপক প্রচারণা চালাচ্ছেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহবুবের রহমান শামীম বলেন,বিএনপি নেতাকর্মীরা এক্যবদ্ধভাবে প্রচারণা চালাচ্ছেন।জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।স্মরণ কালের বড় একটি জনসভায় রূপান্তরিত হতে পারে।উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা বলেন,আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার কারণে যুবদল নেতা মাসুদকে তথাকথিত ক্রসফায়ার নামে র‌্যাব সদস্যরা গুলি করে বিচার বহির্ভূতভাবে হত্যা করে।তার একমাত্র কন্যা সন্তান নিয়ে তার স্ত্রী বেঁচে আছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং