হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশনের(হাব)এর যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন ফেনীর জাফর উদ্দিন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব এর দ্বিবার্ষিক নির্বাচন ২০২৫-২৭ এ বিনা প্রতিদ্বন্দ্বীতায় যুগ্ম মহাসচিব নির্বাচিত হন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলাধীন ১০ নং ঘোপাল ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ জাফর উদ্দিন।২২শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রীস্টাব্দে অনুষ্ঠিত হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব এর নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে বিজয়ী প্রার্থীগণ পহেলা মার্চ শনিবার রাজধানীর কাকরাইলে হোটেল গ্রান্ড অ্যান্ড প্যালেসে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার,সিনিয়র সহ-সভাপতি মাওলানা শামীম সাঈদী,সহ-সভাপতি হাফেজ নুর মোহাম্মদ,মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এবং যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাফর উদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।২০২৫-২৭ এর মেয়াদ কালের ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।দায়িত্বগ্রহণ অনুষ্ঠান শেষে সেইদিন বিকালে হাব কার্যালয়ে নতুন কার্যনির্বাহী কমিটির এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।এতে হজ্জ যাত্রীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, হজ্জ এজেন্সির কোটা কমিয়ে আনা,বিমান ভাড়া কমানোসহ হজ্জ যাত্রীর কল্যাণকর সকল ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়।