আইনজীবী আলিফ হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি ইসকন সদস্য টিটু দাশ আটক

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়ায় সেনা বাহিনীর অভিযানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার এজাহারনামীয় আসামি টিটু দাশ( ৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
৩মার্চ(সোমবার)চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের মহাজন বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আটক টিটু দাশ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের বাসিন্দা সম্ভূ দাশের ছেলে ও আলিফ হত্যা মামলার ১১৫ নং তালিকাভুক্ত আসামী।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আরিফুর রহমান গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,টিটু দাশ আইনজীবী আলিফ হত্যা মামলার তালিকাভুক্ত আসাসী। তার বিরুদ্ধে বিস্ফোরক ও ভাঙ্গচুরের আইনে ও মামলা রয়েছে।
প্রসঙ্গত গত২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন।
আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাশকে কারাগারে নিয়ে যায়।
বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। এরপর আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।
এ ঘটনায় ২৯ নভেম্বর চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় আলিফের বাবা জামাল উদ্দিন হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/১৬ জনকে আসামি করা হয়।
আইনজীবীদের ওপর হামলা, বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা করেন আলিফের ভাই খানে আলম, যেখানে ১১৬ জনকে আসামি করা হয়।