সারাদেশ

” চুরি করা গরু বিক্রির সময় হাতেনাতে আটক”

মো: ইফতেখার হাবীব ( কুমারখালি- কুষ্টিয়া)
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে খোকসার রায়পুর থেকে চুরি হওয়া ষাড় গরু সহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, খোকসা উপজেলার রায়পুর এলাকার মোঃ নোজদার আলী শেখের ছেলে মো নাঈম শেখ, ওসামনপুর এলাকার মৃত পোকার আলী শেখের ছেলে মোঃ আতিয়ার শেখ ও শৈলকুপা উপজেলার সাতগামী এলাকার মোঃ আলম বিশ্বাসের ছেলে মোঃ আলামিন বিশ্বাস।
জানা যায়,  কুমারখালী উপজেলার বিলকাটিয়া গ্রামের রাজমিস্ত্রী মোঃ কাওসার আলীর একটি ফ্রিজিয়ান জাতের ষাড় গরু গত ২৫শে জানুয়ারি রাতের কোন এক ভাগে চুরি হয়। পরেরদিন সকালে গোয়ালে গরু না দেখতে পেয়ে দিশেহারা হয়ে পড়েন কাওসার আলী ও তার পরিবার । পরবর্তীতে ২৭শে জানুয়ারি তিনি জানতে পারেন, খোকসা উপজেলার রায়পুর গ্রামে চোর চক্রের সদস্য আলামিনের শশুড় বাড়িতে একটি ষাড় গরু আছে এবং চোর চক্রে সদস্যরা অজ্ঞাত কসাইয়ের নিকট বিক্রির জন্য দর কষাকষি করছে। এরপর তিনি স্থানীয়দের নিয়ে চোর চক্রের সদস্য আলামিনের শশুড় বাড়িতে গিয়ে চুরি হওয়া ষাড় গরুটি সনাক্ত করেন এবং স্থানীয়দের সাহায্যে চোর চক্রের তিন জনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান শেখ জানান, এজাহার পেয়েছি মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং