সারাদেশ

শ্যামনগরে কারিতাসের উদ্ভাবিত জুটিনসীট  ঘর উদ্বোধন ও হস্তান্তর

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ বৃহস্পতিবার (২৩শে জানুয়ারি ) সকালে কারিতাস খুলনা অঞ্চলের অধীনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির  দাতিনাখালী গ্রামে কারিতাস বাংলাদেশেরশেল্টার ইনোভেশন প্রকল্পের আওতায় নতুন উদ্ভাবিত জুটিনসিট এর তিনটি পরীক্ষামূলক ঘর উদ্বোধন ও উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।
পিছিয়েপড়া জনগোষ্ঠীর জীবন-যাপন সহজতর করতে, মাথা গোজার ঠাঁইকে পরিবেশ বান্ধব, দূর্যোগ সহনশীল, বাসযোগ্য, স্বাস্থ্যসম্মত এবং টেকসই গৃহনির্মান সামগ্রী উদ্ভাবনের লক্ষ্যে গবেষনার জন্য নতুন উদ্ভাবিত জুটিনসিট ব্যবহার করে  তিনটি পরীক্ষামূলক বাসগৃহ প্রস্তুতপূর্বক তার উদ্বোধন ও উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।
ঘর উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। প্রধান অতিথির বক্তব্যে বলেন  এই উদ্ভাবনটি সফল হলে আগামী দিনে পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত, টেকসই ও দূর্যোগ সহনশীল বাসগৃহ তৈরিতে ব্যাপক সহায়ক হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মিরাজ হোসাইন খাঁন, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, কারিতাস বাংলাদেশের পক্ষে কারিতাস কেন্দ্রীয় অফিস ঢাকার কো-অর্ডিনেটর (ডিআরআর) মিসেস আইরিন মুর্মূ, কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পক্ষে কর্মসূচী কর্মকর্তা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ড. সুমন কুমার মালাকার, সিআরএস প্রতিনিধি মামুনুর রহমান, আইসিডিডিআরবি প্রতিনিধি ডা. মাহবুবুর রহমান, এ্যসোসিয়েট সাইন্টিস্ট,আইসিডিডিআরবির প্রজেক্ট কো-অর্ডিনেটর ডা. ফারজানা জাহান প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং