দেবীগঞ্জে আবাদি জমি থেকে মাটি কাটায় ৫ ইটের ভাটায় অভিযান, জরিমানা আদায়

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জের দন্ডপাল ইউনিয়নে আবাদি জমির টপসয়েল মাটি কেটে নেয়ার কারনে পাঁচটি ইটের ভাটায় অভিযান চালানো হয়েছে। ২ ফেব্রুয়ারি পঞ্চগড়ের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় যৌথ ভাবে অভিযান পরিচালনা করে।
এসব ইটের ভাটার মালিকরা দালালদের সাহায্যে জমির মালিকদের বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে মাটি কিনে নিতো। সে সব মাটি খননযন্ত্র দিয়ে কেটে ভাটায় এনে স্তুপ করে রাখতো।
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের ৫টি ইটের ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ৫ টি ইট ভাটাকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানা করা ইটের ভাটাগুলো হলো মৌমারী এলাকার ব্রেকফিল্ড শাহীন মিয়ার এমবিই ভাটার ২০ হাজার, শাহীন ব্রিকস এর ৫ হাজার, আনোয়ার হোসেনের এমএসবি ভাটার ১০ হাজার, মনোরজ্জন রায়ের ডিডিবি ভাটার ১০ হাজার। জুয়েল চৌধুরীর কেএসবি ভাটার ১০ হাজার টাকা।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে এসময় পঞ্চগড়ের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
এসময় দেবীগঞ্জ থানার পুলিশ সদস্যরা অভিযান পরিচালনায় সক্রিয় ভাবে সহযোগিতা করেন ।
পঞ্চগড়ের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া আবাদি জমির টপসয়েল মাটি কেটে ইটের ভাটায় নিয়ে আসার কারনে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান পাঁচটি ইটের ভাটার মালিকদের নিকট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে৷