সারাদেশ

রৌমারীতে নদী ভাঙ্গন রোধ ও চর মন্ত্রনালয়ের দাবিতে মানববন্ধন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের ব্রহ্মপুত্র নদের পারে নদী ভাঙ্গন রোধ ও চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ ফেব্রুয়ারী বেলা ১২ টার দিকে রৌমারী উপজেলা চর উন্নয়ন কমিটির আয়োজনে এই মানববন্ধন পালন শেষে চরের মানুষের সাথে এক সংলাপ অনুষ্ঠিত হয়। এসময় রৌমারী, চিলমারী ও কুড়িগ্রাম থেকে শত শত মানুষ এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
জানা গেছে, উপজেলা চরশৌলমারী ইউনিয়নে গত বন্যার সময় পানির চাপে শত শত বাড়ি ঘর, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদসহ নদী গর্ভে বিলিন হয়ে যায়। তারা মানবেতর জীবন যাপন করছে। বর্তমানে ঘুঘুমারী, সুখের বাতি, ইটালুকান্দা, সাহেবের আলগা, চর গেন্দার আলগা, খেওয়ারচর, খেদাইমারী, পশ্চিম বাগুয়ারচর,বাইস পাড়া, বলদমারা, পশ্চিম পাখিউড়া, ফলুয়ার চর, পালেরচর, ধনারচর, দিগলাপাড়া, তিনতলী, বাগুয়ারচর, বাইটকামারী, উত্তর খেদাইমারী, দক্ষিণ খেদাইমারী, উত্তর পাখিউড়া, পশ্চিম খনজনমারাসহ প্রায় ২৫ টি গ্রাম নদী ভাঙ্গনের শিকার। এই নদী ভাঙ্গন রোধ ও চরের মানুষের জীবন মান উন্নয়নে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত থাকেন, শফিকুল ইসলাম বেবু চর উন্নয়ন কমিটির জেলা আহবায়ক, সদস্য সচিব আশাফুল হক রুবেল, রৌমারী উপজেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক ইমান আলী ইমন,সদস্য সচিব মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী উপজেলা যুবদলের আহবায়ক মনজুরুল ইসলাম মঞ্জু , মহিলা দলেন উপজেলা সভাপতি শিল্পীসহ আরও অনেকে উপস্থিত থাকেন।
এসময় বক্তারা তীব্র ক্ষোপ প্রকাশ করে বলেন, আমাদের দাবী নদী ভাঙ্গনের হাত থেকে চরাঞ্চলের অসহায় মানুষদের রক্ষা করতে হবে। দ্বিতীয় দাবী হচ্ছে চর মন্ত্রনালয় চাই দিতে হবে। অন্যদিকে সর্বহারা মানুষ গুলো মানববন্ধনে এসে বক্তব্য দেয়ার সময় অঝুরে কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের দাবী একটাই নদী শাসন করে আমাদের বেচে থাকার সুযোগ করে দিবেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,