সারাদেশ

তিতাস নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে বিজয়নগরে এলাকাবাসীর মানববন্ধন 

মো খোকন
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারী ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের তিতাস নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শশই গ্রামে  দিকে নদী পাড়ের প্রায় ৫০০ মানুষ মানববন্ধনে অংশ নেয়।
 এসময় মাবনবন্ধনে আসা বৃদ্ধা জাহানারা বেগম বলেন, ‘জমির পাশ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদী থেকে বালু উত্তোলনের ফলে ভয়ে আছি। আমার স্বামী অন্ধ।এই জমি দিয়া চলি। জমি গেলে খামু কি। আফনেরা আমারে রক্ষা করেন।’ স্থানীয়দের অভিযোগ, তিতাস নদী খননের সময় তাদের অনেকের জমি কেটে ফেলা হয়েছে। এখন আবার বালু তোলা হচ্ছে। নদীর কোনো পাড় না থাকায় বালু উত্তোলনের ফলে পাশের জমি ভাঙার উপক্রম হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। দ্রুত বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন তারা।
মানববন্ধনে আন্দোলনকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। ওই সব প্ল্যাকার্ডে তারা লিখেছেন ‘মুখের ভাত কেড়ে নিবেন না’, ‘বুকের উপর ড্রেজার চালাবেন না’, ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ’ ইত্যাদি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,