দিনাজপুরে বাসের ধাক্কায় নিহত-২,অটো চালকসহ আহত-২।

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুরে বাসের ধাক্কায় অটো রিকশা আরোহি নানী নাতনি নিহত এবং অটো চালকসহ শিশুটির মা খালা আহত হয়েছে।
শুক্রবার(১৪ ফেব্রুয়ারি ) বিকালে দিকে ১০ মাইল মোর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। অটো চালক ছাড়া হতাহতরা একই পরিবারের সদস্য।
স্থানীয়রা জানান, জেলা সদরের হিরামাটি এলাকায় মা রিপার (২২) সাথে নানী নার্গিস বেগম (৪৫) বাড়ি বেড়াতে এসেছিল ২ মাস বয়সি শিশু হুমায়রা। বিকেলে নানী এবং খালা লিসা (১৭) কে সাথে নিয়ে রামডুবি এলাকায় বাড়ি ফিরছিল তারা। ১০ মাইল মোড়ে পৌঁছার আগে শহর মুখি একটি গেটলক বাস অটো বাইকটিকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলে নানী নার্গিস বেগম এবং হাসপাতালে পাঠানোর সময় পথিমধ্যে মারা গেছে শিশু হুমায়রা। শিশুটির মা রিপা, খালা লিসা এবং অটো চালক সাজু ইসলাম(২৬) কে আশঙ্কা জনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ(ওসি)ওমর ফারুক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি। দুর্ঘটনায় পর বাস ফেলে পালিয়ে যায় চালক হেলপারসহ কন্ডাক্টর। বাসটি জব্দ করা হয়েছে।