সারাদেশ

ইভটিজারের শাস্তির দাবি এবং শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

গোবিপ্রবি প্রতিনিধি;-
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে গতকাল  মার্কেটিং বিভাগ ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার প্রেক্ষিতে  ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মানববন্ধন।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২:০০ টায় প্রশাসনিক ভবনের সামনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রায় এক’শ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ সময় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক ছাত্র বলেন, “গতকাল অনাকাঙ্ক্ষিত একটি ঘটনাকে কেন্দ্র করে মার্কেটিং বিভাগের কিছু ভাড়াটে সন্ত্রাসী কর্তৃক আমাদের পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও শিক্ষকদের অন্যায়ভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল ১৭ ঘন্টা ধরে। এটি সকাল ৯:০০ টা থেকে রাত ১:০০ টা পর্যন্ত। আমরা প্রক্টরিয়াল বডি কর্তৃক তাৎক্ষণিক তেমন কোন পদক্ষেপ নিতে দেখিনি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।”
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের প্রশাসনের কাছে ৭ টি দফা বাস্তবায়ন করার আহ্বান জানান এবং আগামী ৩ কার্যদিবষের মধ্যে দাবি গুলো বাস্তবায়ন না হলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুশিয়ারি করেন।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সেই ৭ দফা হল:- ১. ইফটিজার ও যৌন নিপীড়ক আল-আমিনকে (সেশন ২০২২-২৩) সর্বোচ্চ শাস্তি ও তার বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ২. পূর্বপরিকল্পিত ভাবে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ১৭ ঘন্টা অবরুদ্ধ করে দফায় দফায় হামলা ও শিক্ষক লাঞ্চনার সাথে জড়িত মার্কেটিং বিভাগের সন্ত্রাসীদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। ৩. আগামী ৪৮ ঘন্টার মধ্যে হামলার প্রত্যক্ষ মদদদাতা সহকারী প্রক্টর আসিফ খালেদকে অব্যহতি দিতে হবে। ৪. মার্কেটিং বিভাগ কতৃক ভাড়াটে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ৫. সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী মেয়ে শিক্ষার্থীকে নিয়ে মার্কেটিং বিভাগের সাইবার বুলিং কারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। ৬. ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চিকিৎসাধীন ভুক্তভোগী নারী শিক্ষার্থীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৭. ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, কয়েকদিন যাবৎ ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক মেয়ে শিক্ষার্থীকে মার্কেটিং বিভাগের এক ছেলে শিক্ষার্থী তার সাথে সম্পর্ক করার জন্য জোরাজোরি করে তারই প্রেক্ষিতে গতকাল ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ঐ ছেলেকে মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,