চিলমারীতে কৃষক ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ “এক দেশ এক রেট, বাঁচলে কৃষক বাঁচবে দেশ, কৃষক যোগায় ক্ষুধায় অন্ন, সে কৃষক আজ কেন বিপন্ন” এই স্লোগান কে সামনে রেখে, কুড়িগ্রামের চিলমারীতে, কৃষক ঐক্য পরিষদের মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে, চিলমারী উপজেলা শাখার সভাপতি সুলতান মিয়ার সভাপতিত্বে কৃষকদের নানান সমস্যা নিয়ে “কৃষক ঐক্য পরিষদের” মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষক ঐক্য পরিষদের সভাপতি সুলতান মিয়া, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মিয়া, সদস্য এনামুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সবাই তাদের কিছু দাবির কথা তুলে ধরেন, দাবি গুলো নিচে আলোচনা করা হল।