সারাদেশ

জয়পুরহাটে টিস্যু কালচারের মাধ্যমে বীজ আলু উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত 

জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে টিস্যু কালচারের মাধ্যমে বীজ আলু উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বিকাল সাড়ে ৩ টায় পাঁচবিবি উপজেলার মাঝিনা ব্লকের মাঠে জুয়েল এগ্রো ফার্মের আয়োজনে মাঠ দিবসে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মোঃ জিলহজ্ব ইসলাম। পরে ফার্মের সত্ত্বাধিকারী মোঃ জুয়েল এর সভাপতিত্বে বক্তব্য দেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল গফুর মন্ডল, ইউপি সদস্য ও কৃষক আমিনুর ইসলাম, আলম হোসেন, টপি হোসেন, মাসুদ রানাসহ বীজ ডিলারগণ।
এ সময় বক্তারা বলেন, দেশে উৎপাদিত আলুর উদ্বৃত্ত অংশ যেন নষ্ট না হয় সে জন্য টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত বীজ আলু লাগিয়ে ইতিমধ্যে জেলার বহু কৃষক তাদের জমিতে উচ্চ ফলন পেয়েছেন। তাই এটির ব্যবহার বাড়াতে হবে।
মাঠ দিবসে উপস্থিত কৃষকরা বলেন, ইতিপূর্বে আমরা বিভিন্ন জায়গা থেকে আলুর বীজ কিনে জমিতে রোপণ করে কাংখিত ফলন পাইনি এবং প্রতারনার শিকার হয়ে ব্যপক লোকশানে পরেছি। গত দু’বছর ধরে জুয়েল এগ্রো ফার্ম থেকে বীজ নিয়ে অনেক লাভবান হয়েছি। আমরা প্রতি বিঘা জমিতে ৭০ থেকে ৯০ মন পর্যন্ত ফলন পাচ্ছি এবং লাভবান হয়েছি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,