সারাদেশ

শাহরাস্তিতে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় 

হাসান আহমেদ।।
শাহরাস্তিতে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশ নেন প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, দফতর সম্পাদক মোঃ মহিউদ্দিন, কার্য নির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, সদস্য রফিকুল ইসলাম, হাসান আহমেদ বাবলু,  জসিম উদ্দিন,  ফয়সাল আহমেদ,  মোসাদ্দেক হোসেন জুয়েল, সহযোগী সদস্য হাসান মাহমুদ, ফিরোজ বেপারী, বিএম নয়ন প্রমুখ।
মতবিনিময় কালে তিনি বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, বিসিএসের ৩৪ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা ইতোপূর্বে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মুন্সীগঞ্জ জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), বিনিয়োগ বোর্ডের উপ-পরিচালক ও কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং