সারাদেশ

সন্ত্রাসী ছাত্রলীগের বিচারের দাবিতে নোবিপ্রবিতে গনস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান

মোঃ তৌফিকুল ইসলাম
নোবিপ্রবি প্রতিনিধি
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ,নোবিপ্রবি শাখার নেতাকর্মীদের বিচারের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের মাঝে গনস্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়। রবিবার (২’রা ফেব্রুয়ারী) দুপুর ১:৩০ টা নাগাদ নোবিপ্রবির গোল চত্তর এলাকাতে শিক্ষার্থীদের মাঝে এ গনস্বাক্ষর নেওয়া হয়। পরবর্তীতে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ থাকে, জুলাই বিপ্লব চলাকালীন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী ছাত্রলীগ কর্তৃক আমরা বিভিন্ন সময়ে নানা রকম হুমকি ও বাধা সৃষ্টির সম্মুখীন হয়েছি। এছাড়াও অতীতে ছাত্রলীগ কর্তৃক সাধারণ শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হয়েছে। তৎকালীন আওয়ামী মদদপুষ্ট প্রশাসন সন্ত্রাসী ছাত্রলীগের কোনো বিচার করেনি। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সন্ত্রাসী ছাত্রলীগের অপরাধের ধরন অনুযায়ী বহিষ্কার সহ নানারকম ব্যবস্থা নিয়েছেন। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী ছাত্রলীগের বিচারিক কার্য শুরু হতে দেখিনি যাহা জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে বলে আমরা মনে করি। তাই আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা অতি দ্রুত সন্ত্রাসী ছাত্রলীগের উপযুক্ত বিচার করার দাবি জানাচ্ছি।
স্মারকলিপি গ্রহণের পর নোবিপ্রবি উপাচার্য বলেন, আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছি। যেখানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ গ্রহন করা হয়। এখানে সকলকেই লিখিত অভিযোগ জমাদান করার জন্য বলেছি। কারো মৌখিক অভিযোগের ভিক্তিতে কোন ব্যাবস্থা নিবে না নোবিপ্রবি প্রশাসন। ইতিপূর্বে, যারা লিখিত অভিযোগ দিয়েছে তাদেরকে সকল অভিযোগ যাচাই পূর্বক শীগ্রই বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং